ছোট বোনকে নিয়ে সুমাইয়া মৈশালা বাসস্ট্যান্ড থেকে ভ্যানে বাড়ি ফিরছিলেন।
Published : 15 Feb 2025, 10:46 PM
রাজবাড়ীর পাংশায় ভ্যানে প্রাইভেট কারের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ভ্যানচালকসহ দুইজন।
শনিবার বিকালে পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ডের অদূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ।
নিহত চার বছরের ইসরাত বাবুপাড়া ইউনিয়নের সুজানগর গ্রামের দুলাল মাস্টারের মেয়ে।
আহতরা হলেন, নিহত শিশুটির বড় বোন সুমাইয়া (১৮) ও ভ্যানচালক হেলাল।
স্থানীয়দের বরাতে ওসি হারুন বলেন, ছোট বোনকে নিয়ে সুমাইয়া মৈশালা বাসস্ট্যান্ড থেকে ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে রাজবাড়ী থেকে আসা একটি প্রাইভেট কার পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে ভ্যানচালকসহ তিনজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইসরাতকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানসু সুমা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়। সুমাইয়া গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
ওসি হারুন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটি জব্দ করলেও চালক পলাতক। তাকে আটকের চেষ্টা অব্যহত আছে।