তবে পুলিশ বলছে, মারধরের ঘটনা ঘটেনি। কাউন্সিলকে আদালত চত্বরে দেখে জনরোষের সৃষ্টি হয়েছিল।
Published : 25 Nov 2024, 12:31 AM
সিলেটে আদালত প্রাঙ্গণে পুলিশ হেফাজতে থাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েককে মারধরের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার দুপুরে পুলিশ লায়েককে আদালত প্রাঙ্গণে নিয়ে এলে তার ওপর হামলা হয়। আদালত চত্বর ও বারান্দায় তাকে কয়েকজন কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।
তবে কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক বলছেন, সিলেট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সামনে কাউন্সিলকে দেখে জনরোষের সৃষ্টি হয়েছিল। পুলিশ অবস্থান নেওয়াতে কেউ মারধর করতে পারেনি।
শনিবার ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া অপসারিত কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা লায়েককে রোববার দুপুরে আদালতে হাজির করা হয়।
পুলিশ জানায়, আদালতে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তবে আবেদনের শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।
সিলেট কোতোয়ালি থানার এসআই মো. ইবায়দুল্লাহ বলেন, “১৩ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েককে আদালতে তোলা হয় রোববার। এসব মামলার পাঁচটির তদন্ত কর্মকর্তা আমি। লায়েকের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে; সেটি তদন্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
“গ্রেপ্তারের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে আদালতে তোলার জন্য নিয়ে এলে তিনি জনরোষে পড়েন।”