Published : 30 Nov 2024, 06:32 PM
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় পাওয়া গেছে। তার নাম সহিদা বেগম। তিনি ময়মনসিংহের বাসিন্দা।
শনিবার সকালে উপজেলার দোগাছি এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে গুলিবিদ্ধ ওই তরুণীর লাশ উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর-সার্কেল) মো. আনিছুর রহমান।
নিহত ২৫ বছর বয়সি সহিদা ময়মনসিংহ সদরের মোতালেব মিয়ার মেয়ে। তিনি রাজধানীর ওয়ারীতে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বিকালে সাহিদা মা জরিনা খাতুন মেয়ের লাশ শনাক্ত করেন।
সকালে এক্সপ্রেসওয়েতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর মৃতদেহ ঘিরে রাখে পুলিশ। নমুনা সংগ্রহ করে পিবিআইয়ের বিশেষ টিম। এ ছাড়া ঘটনাস্থল থেকে পাঁচটি ফাঁকা গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখা যায়। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটিও হয়। মৃতদেহের পাশে একটি মোটরসাইকেল ছিল।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করায় এক্সপ্রেসওয়েতে অপরাধ বাড়ছে বলে দাবি স্থানীয়দের।
তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান।