ব্যবসায়ীদের নিয়ে সভা করে প্রতি কেজি গরুর মাংস ৭০০ থেকে সাড়ে ৭০০ টাকায় বিক্রি নির্ধারণ করে দেওয়া হয়।
Published : 30 Mar 2025, 09:29 PM
বরিশালের গৌরনদী উপজেলায় নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় কসাইকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার আশোকাঠি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন।
জরিমানা দেওয়া কসাই মো. বাবুল আশোকাঠি বাজারেই মাংস বিক্রি করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম রাজিব হোসেন বলেন, রোজার ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে সভা করে প্রতি কেজি গরুর মাংস ৭০০ থেকে সাড়ে ৭০০ টাকায় বিক্রি নির্ধারণ করে দেওয়া হয়।
কিন্তু বাবুল কসাই ৮০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছিলেন। একাধিক ভোক্তার মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযান চালানো হয়।