পুলিশ জানায়, ওই গৃহবধূকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে এলাকায় প্রচার করা হয়।
Published : 26 Oct 2024, 06:43 PM
যশোরের বেনাপোলে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে দিঘীরপাড় গ্রামের মাঠপাড়া থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া।
নিহত কহিনুর বেগম কহি (১৯) ওই এলাকার হৃদয় হোসেনের স্ত্রী। কহি শার্শা উপজেলার লটাদিঘা গ্রামের প্রয়াত দুলু মিয়ার মেয়ে। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
আটকরা হলেন- হৃদয় হোসেন (২৫), তার বাবা সিরাজুল ইসলাম, মা শাহানা বেগম এবং বোন সাগরিকা।
স্থানীয়দের বরাতে ওসি রাসেল মিয়া বলেন, মা-বাবার মৃত্যুর পর কহিনুর নানা বাড়িতে বড় হয়েছেন। হৃদয়ের সঙ্গে বিয়ের পর থেকে কহিনুরকে যৌতুকের জন্য বিভিন্ন সময় চাপ দিতো শ্বশুরবাড়ির লোকজন।
“যৌতুক দিতে না পারায় শুক্রবার রাতে শ্বশুরবাড়ির লোকজন কহিনুরকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা করেছেন বলে এলাকায় প্রচার করা হয়।”
খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলের পাশের কক্ষ থেকে হত্যায় ব্যবহৃত ওড়না ও বালিশ উদ্ধার করা হয় বলে জানান ওসি রাসেল মিয়া।
এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গৃহবধূর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদকে আটক করা হয়েছে; একটি মামলাও হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।