দুর্বৃত্তরা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে ধারণা পুলিশের।
Published : 30 Mar 2023, 04:11 PM
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কৈচাপুর ইউনিয়নের আতকাপাড়া ব্রিজ এলাকা থেকে মরদেহটি পাওয়া যায় বলে জানিয়েছেন হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান।
নিহত ২৮ বছর বয়সী বাদশা মিয়া হালুয়াঘাট ইউনিয়নের বালিচান্দা গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।
ওসি শাহিনুজ্জামান খান জানান, সকালে সড়কের পাশে যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
“ধারণা করা হচ্ছে বুধবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তবে মরদেহের একটু দূরেই অটোরিকশাটি পাওয়া গেছে।”
এদিকে খবর পেয়ে স্বজনরা এসে নিহত চালকের পরিচয় শনাক্ত করেছেন।
মরদেহের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি শাহিনুজ্জামান।