বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।
Published : 02 Oct 2024, 07:30 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন চার সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।
নতুন সহকারী প্রক্টররা হলেন- প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর কবীর, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মুনতাকিমুল বারী চৌধুরী এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান।
নিয়োগপ্রাপ্তরা সবাই দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তারা অন্যান্য ভাতা পাবেন বলে আদেশে বলা হয়েছে।