Published : 01 May 2025, 01:13 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে গ্যাস বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন৷
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার জৈনপুরী আশরাফিয়া টেক্সটাইল মিলে (মঞ্জু টেক্সটাইল) এ ঘটনা ঘটে বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন।
দগ্ধরা হলেন- আব্দুল হান্নান (৫০), কবির হোসেন (৪৫) ও সাইফুল ইসলাম (২৫) ও সাইফুল (২৮)।তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে দুজন ওই কারখানার নিরাপত্তাকর্মী বলে হাসপাতালে আসে স্বজনরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “পহেলা মে শ্রমিক দিবসে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় উচ্চ চাপে গ্যাসের মিটার ব্লাস্ট হয়৷ সেখান থেকে আগুন ধরে যায়৷ এতে চারজন নিরাপত্তা প্রহরী দগ্ধ হন৷”
বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার লোকজনের সহায়তায় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “দগ্ধ চারজনের মধ্যে একজনের মাইনর ইনজুরি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে৷”
“বাকি তিনজনের শরীরের ৩৪ থেকে ৫৩ শতাংশ পুড়ে গেছে৷ তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।”