নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আবু তালেবের মৃত্যু হয়।
Published : 09 Jun 2024, 03:10 PM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইনে ট্রেনের ধাক্কায় এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।
রোববার ভোরে উপজেলার মসিন্দা এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) এসআই সুনীল চন্দ্র সূত্রধর জানান।
নিহত ৪৫ বছর বয়সী আবু তালেব উপজেলার ছাতীহাটি গ্রামের আসর আলীর ছেলে। তিনি লিচু ব্যবসায়ী ছিলেন।
আহতরা হলেন- একই গ্রামের সবদুল ফকিরের ছেলে অটোরিকশার চালক ছালাম (৫০) এবং শের আলীর ছেলে ইব্রাহিম (৩০)। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই সুনীল বলেন, এলেঙ্গা ৫৯ নম্বর রেলগেইট এলাকা দিয়ে অটোরিকশাটি পার হচ্ছিল। এ সময় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আবু তালেবের মৃত্যু হয়।
পরিবারের বরাতে এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বেলাল হোসেন জানান, আবু তালেব এলেঙ্গা বাজার থেকে লিচু কিনে অটোরিকশায় করে ছাতীহাটি যাচ্ছিলেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।