ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
তাছাড়া আদালত তাকে এক হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তার জন্য এক মাসের কারাদণ্ডও ঘোষণা করেছে আদালত।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মো. শাহাজান কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের লুৎফর রহমানের ছেলে।
রায় ঘোষণার সময় আদালতে ছিলেন শাহাজান।
তাছাড়া মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
কালীগঞ্জের কাউন্সিলর পৌর বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন হত্যা মামলায় আদালত এই রায় দেয়।
আদালতের অতিরিক্ত পিপি আব্দুল খালেক মামলার নথির বরাতে জানান, ২০১৪ সালের ১৩ মে সকালে চাপালি গ্রামে ফসলের ক্ষেত দেখতে যান ইসমাইল হোসেন। সেখান থেকে বাড়ি পথে সকাল সাড়ে ৭টার দিকে চাপালি গ্রামের রাস্তায় তার মোটরসাইকেলের গতিরোধ করে কুপিয়ে আহত করা হয়। যশোরের হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হত্যার ঘটনায় তার স্ত্রী জাহানারা বেগম কালীগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
অতিরিক্ত পিপি বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে দোষী সাব্যস্ত করে আদালত শাহাজানকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিল।