কালিহাতী হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে ইউএনও শাহাদাত হুসেইন জানান।
Published : 27 Jan 2025, 10:35 PM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও কোম্পানির ‘সৌজন্য সরবরাহের’ ওষুধ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে কালিহাতী হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন জানান।
এ সময় কালিহাতী হাসপাতাল মোড় এলাকার বিসমিল্লাহ ফার্মেসির মালিক জহুরুলকে চার হাজার এবং মেডিসিন কর্নারের মালিক সমীর সাহা চৌধুরীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও শাহাদাত হুসেইন জানান, ফার্মেসিগুলোতে অ্যান্টিবায়টিক বিক্রির সঠিক নিয়মও মানা হচ্ছে না। ফার্মেসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা মানে সাধারণ মানুষকে বিপদে ফেলা।
ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।
অভিযান পরিচালনাকালে ওষুধ তত্ত্বাবধায়ক আবু জাফর উপস্থিত ছিলেন।