১০ দিন আগে সেলিম প্রধানের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
Published : 04 Jun 2024, 08:02 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অনলাইন ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানের বাড়িতে হামলা ও গুলির ঘটনায় মামলা হয়েছে।
ঘটনার ১০ দিন পর সোমবার রাতে সেলিম প্রধানের রাশিয়ান স্ত্রী আনা প্রসভেতোভা বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৩০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলাটি করেন।
তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা৷
তিনি জানান, মামলায় সেলিম প্রধানের জমির ভাড়াটিয়া মজিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় উপজেলার গোলাকান্দাইল এলাকার মো. আল আমিন, কামাল হোসেন এবং ফেরদাউসের নাম রয়েছে।
এজাহারে বলা হয়েছে, ২৪ মে সকাল ৭টা থেকে বিকাল ৬টা পর্যন্ত সেলিম প্রধানের বাড়িতে হামলা করা হয়। হামলাকারীরা সেলিম প্রধানের বাড়ি ও বাড়িতে থাকা গাড়ি, সিসি ক্যামেরাসহ আসবাবপত্র ভাঙচুর করে।
সেই সময় সেলিম প্রধান, তার স্ত্রী আনা প্রসভেতোভা ও তিন সন্তানকে হত্যার উদ্দেশে বাড়িতে গুলি চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
হামলার সময় তাদের হত্যার পর গুম করে ফেলা এবং বাড়ি ও জমি দখলের হুমকি দেয় হামলাকারীরা; এতে সেলিমের তিন সন্তান মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন বলে মামলায় বলা হয়েছে।
এর আগে ২৪ মে সকালে সেলিম প্রধানের বাড়ির পাশে তার মালিকানাধীন জমিতে গড়ে তোলা একটি আড়ত দখল নেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় জমির ভাড়াটিয়া মজিবুর রহমান ও সেলিম প্রধান পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে মজিবুর বলেন, সেলিম প্রধান নিজেই তার বাড়িতে ভাঙচুর করেছেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় ২১ মে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেন।
তবে তাদের মধ্যে সেলিম প্রধান ছাড়া বাকিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তা।