Published : 17 Aug 2024, 05:34 PM
কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক নারী।
শনিবার দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মনজুরুল আলম মোল্লা।
নিহতরা হলেন- ট্রাস্ট ইসলামী লাইফ ইনসুরেন্স কোম্পানির কর্মকর্তা মোজাম্মেল হোসেন (৪৬) ও শাখাওয়াত হোসেন (৪০) এবং গাড়ির চালক তারেক হোসেন (৩৫)।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চান্দিনা স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ বলেন, প্রাইভেট কারটি ঢাকা থেকে ছেড়ে আসে। মাধাইয়া এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ট্রাস্ট ইসলামী লাইফ ইনসুরেন্স কোম্পানি কুমিল্লার ডিএমডি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, গাড়ির ভিতরে চালক ও তার স্ত্রী এবং কোম্পানির দুজন কর্মকর্তা ছিলেন। তারা কোম্পানির কাজে কক্সবাজার যাচ্ছিলেন।
গাড়ির চালক তারেকের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মনজুরুল আলম মোল্লা বলেন, মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।