আড্ডায় বসে রাষ্ট্রপতি তার প্রিয় আলুর চপ, শিঙাড়া, চিড়াভাজি, লুচি-আলুর দম খান।
Published : 11 Jun 2024, 10:41 AM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পাবনা সফরের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আড্ডা ও স্মৃতিচারণ করে সময় কাটিয়েছেন।
সোমবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে রাষ্ট্রপতি তার বাল্যবন্ধুদের সঙ্গে শৈশব-কৈশোরের স্কুলজীবন, সাংবাদিকতা জীবন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন।
আড্ডায় বসে তিনি প্রিয় আলুর চপ, শিঙাড়া, চিড়াভাজি, লুচি-আলুর দম খান। বলেন, “সেই স্বাদ আজও পাই।”
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবে পৌঁছান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সহসম্পাদক সরোয়ার উল্লাস, কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট।
প্রায় দেড় ঘণ্টা রাষ্ট্রপতি পাবনা প্রেসক্লাবে অবস্থান করেন। এ সময় স্কুল ও সাংবাদিকতা জীবনের বন্ধু বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, প্রবীণ শিক্ষক শিবজিৎ নাগ উপস্থিত ছিলেন।
পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, “পাবনার সাংবাদিকতার সঙ্গে আমার জন্ম-জন্মান্তরের সম্পর্ক। আমি প্রাণ দিয়ে যেসব প্রতিষ্ঠানকে লালন করি তার মধ্যে পাবনা প্রেসক্লাব অন্যতম। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।”
এক সময় ক্লাবের ছাদে বসে আড্ডা দিতেন সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, রাষ্ট্রপতি হলেও এখনও প্রাণের টানে এখানে ছুটে আসেন।
জেলার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান জানিয়ে তিনি বলেন, “এজন্য কোনো সমালোচনা বা পিছু কথা আমি মনে রাখি না। সাধ্যমত জেলার উন্নয়নে কাজ করবো। ইছামতি নদীর সৌন্দর্যবর্ধনের কাজ সেনাবাহিনীর হাতে দিয়েছি। যাতে করে একটি দৃষ্টিনন্দন শহর হয়। ৫০০ বেডের পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে।”
এ সময় পাবনা প্রেসক্লাবের নিজস্ব ভবন তৈরিতে সার্বিক সহায়তা করারও প্রতিশ্রুতি দেন রাষ্ট্রপতি।
পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের ব্যবস্থাপনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গভবনের সচিব ওবায়দুজ্জামান খান, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. আদিল উদ্দিন, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শহীদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, উৎপল মির্জা, আখিনুর ইসলাম রেমন, সাংবাদিক হাবিবুর রহমান স্বপন, আখতারুজ্জামান আখতার, কামাল আহমেদ সিদ্দিকী, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, সাংবাদিক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দৈনিক বিবৃতি সম্পাদক ইয়াছিন আলী মৃধা রতন, দৈনিক মর্নিং টাচের সম্পাদক এম জি বিপ্লব চৌধুরী, এইচ কে এম আবু বক্কর সিদ্দিক, শাহিন রহমান, জি কে সাদি, এস এম আলাউদ্দিন, রিজভি জয়, মুস্তাফিজুর রহমান রাসেল, সিফাত রহমান সনম, তপু আহমেদ, আরিফ আহমেদ সিদ্দিকী
রোববার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পাবনায় এটি তার চতুর্থ সফর।
পাবনা প্রেসক্লাব ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রেসক্লাব প্রতিষ্ঠার কিছুদিন পর থেকেই সাহাবুদ্দিন ক্লাবে আসতে শুরু করেন। তিনি ‘বাংলার বাণী’ পত্রিকায় সাংবাদিকতার সুবাদে পাবনা প্রেসক্লাবের ২২তম সদস্য হন।