পুলিশ বলছে, সাইফুল পলাতক ছিলেন। গোপন সংবাদে তাকে আটক করা হয়।
Published : 18 Feb 2025, 12:59 PM
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে হত্যা এবং হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা উত্তরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত দেড়টায় তার নিজ এলাকা দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের প্রেমু থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানিয়েছেন।
গ্রেপ্তার সাইফুল ইসলাম রুবেল ওই গ্রামের সফিকুল ইসলামের ছেলে এবং দেবিদ্বারের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের একান্ত ঘনিষ্ট সহচর বলে পরিচিত।
পুলিশ বলছে, সাইফুল গত ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেবিদ্বার পৌর এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল হত্যা মামলার ৫ নম্বর আসামি। এছাড়াও তার বিরুদ্ধে একই দিনে আবু বকর নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যাচেষ্টা মামলাও রয়েছে।
গত ৫ অগাস্ট শেখ হাসিনার পতনের পর থেকে সাইফুল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
মঙ্গলবার সাইফুলকে কুমিল্লা আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে বলে ওসি শামসুদ্দীন জানান।