পাঁচটি কক্ষ ভর্তি এসব পণ্যের মধ্যে আছে শাড়ি, লুঙ্গি, চাদর, কম্বল, টেলিভিশন, খেলার সরঞ্জাম, হুইল চেয়ার, খেজুরসহ নানা ধরনের জিনিস।
Published : 30 Aug 2024, 04:30 PM
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর পিএসের ভাড়া করা গুদাম থেকে প্রায় কোটি টাকার সরকারি ত্রাণের মালামাল জব্দ করা করেছে ট্রাস্ক ফোর্স।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার এলাকার এক বাড়িতে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গাজী মইদুর রহমান এবং সেনা কর্মকর্তা মেজর জাহিনের নেতৃত্ব ট্রাস্ক ফোর্স এ অভিযান পরিচালনা করে।
গুদাম হিসেবে ব্যবহার করার জন্য বাড়িটি ভাড়া নেওয়া দোলন দর্জি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ব্যক্তিগত সহকারী ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার গাজী মইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই বাড়িতে গোডাউনের সন্ধান পাওয়া গেলে তালাবদ্ধ ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। সেখান থেকে বিপুল সরকারি মালামাল উদ্ধার করা হয়েছে।
পাঁচটি কক্ষ ভর্তি এসব পণ্যের মধ্যে আছে, ত্রাণের এবং সরকারি বরাদ্দের শাড়ি, লুঙ্গি, চাদর, কম্বল, টেলিভিশন, কোরআন শরীফ, টিফিন বক্স, ক্রিকেট-ফুটবল-ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার সরঞ্জাম, হুইল চেয়ার, সৌদি খেজুর, গ্যাস সিলিন্ডার, করোনা কিটস, এ্যপ্রোনসহ নানা ধরনের জিনিস।
অভিযানের সময় গোডাউনে আলোর ব্যবস্থা ছিল না। পরে টর্চের আলোতে অভিযান চালানো হয়।
জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। জব্দ মালামাল ট্রাক এবং ভ্যান বোঝাই করে সরকারি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার।
বাড়ির মালিক সাবেক বিজিবি সদস্য সুরমান আলী জানান- দেড় বছর আগে সাবেক মন্ত্রীর আত্মীয় ও পিএস দোলন ছয় হাজার টাকা চুক্তিতে বাড়িটি ভাড়া নিয়েছিল। তারপর থেকে সেখানে সরকারি ত্রাণের মালামাল মজুদ করে আসছিল। প্রায় সময় বাড়ি থেকে বিভিন্ন মালামাল ট্রাক বোঝাই করে নিয়ে গেছে আবার মজুদ করেছে।
স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান বলেন- “ত্রাণের বা রিলিফের সরকারি মালামাল মজুদ করা অন্যায় কাজ জানি। কিন্তু মন্ত্রীর ভয়ে এলাকাবাসী কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।”
উপজেলা সহকারী কমিশনার গাজী মইদুর রহমান বলেন, উদ্ধারকৃত সমস্ত মালামাল জব্দ তালিকা করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় গোডাউন ভাড়া নেওয়া দোলনকে ফোন করে আসতে বলা হলেও তিনি এসে মালামালের বৈধতা দেখাতে অপারগতা প্রকাশ করেছেন।