পাঁচটি ভারতীয় এনএক্স-২০০ এথেনাগান, একটি পিস্টন অ্যাসেম্বলি, ৩৩ হাজার গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি।
Published : 15 Mar 2025, 02:52 PM
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা সীমান্তে থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে; যেগুলো ভারত থেকে পাচার করা হচ্ছিল বলে দাবি বিজিবির। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
শুক্রবার রাত ১টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা সীমান্ত থেকে এসব উদ্ধার করা হয় বলে জানান বিজিবি কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানায়, গোপন খবর পেয়ে রাত ১টার দিকে দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন ৯৮৫/৩ এস পিলারের কাছে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হকের নেতৃত্বে ১৯ সদস্যের একটি টহল দল অভিযান চালায়।
এ সময় ভারত থেকে কয়েক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে দেখা যায়। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে ধাওয়া দেয় বিজিবি। এ সময় তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাঁচটি ভারতীয় এনএক্স-২০০ এথেনাগান, একটি ভারতীয় পিস্টন অ্যাসেম্বলি, ৩৩ হাজার ১০০টি সিসা গুলি এবং একটি হিরো মোটরসাইকেল (১২৫ সিসি) পাওয়া যায় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক।
তিনি বলেন, সীমান্তে চোরাচালান ও অস্ত্র পাচার রোধে তৎপর রয়েছে বিজিবি। ইতিমধ্যে প্রতিটি বিওপির সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে।