দুটি প্যাকেজ ঘোষণার পাশাপাশি গেল বছরের তুলনায় এবার হজের খরচ কমবে বলে জানিয়েছেন খালিদ হোসেন।
Published : 29 Oct 2024, 09:44 PM
চলতি বছরের জন্য হজ প্যাকেজ ঘোষণা করা হবে বুধবার। দুটি প্যাকেজ ঘোষণার পাশাপাশি গেল বছরের তুলনায় এবার হজের খরচ কমবে।
মঙ্গলবার দুপুরে দিনাজপুরে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, হজের দুটি প্যাকেজের মধ্যে একটি হবে, পবিত্র কাবা শরীফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এবং অপরটি থাকবে কাবা শরীফ থেকে আড়াই থেকে তিন কিলোমিটারে মধ্যে। আসা যাওয়ার জন্য পরিবহন ও ভালো থাকার ব্যবস্থা থাকবে।
ধর্ম মন্ত্রণালয় হাজীদের নিয়ে ব্যবসা করে না উল্লেখ করে খালিদ হোসেন বলেন, “আমাদের কোনো বিজনেস নেই, আমরা কেবল সেবা দেই। এবার হজের খরচ গত বারের চেয়ে কমবে।”
হজ এজেন্সিরদের হুঁশিয়ার করে তিনি বলেন, এজেন্সির মাধ্যমে যাওয়া হজযাত্রীদের চুক্তিমত সেবা না দিলে কিংবা কোনো অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে।
এজেন্সির মাধ্যমে যাওয়া হজযাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে ধর্ম উপদেষ্টা বলেন, “খাবারের মান কেমন হবে এবং কত দূরত্বে বা কোন এলাকায় রাখাবে, সেসব বিষয়ে এজেন্সির সঙ্গে চুক্তি করে নিবেন।
“এজেন্সি যদি সেই চুক্তি ভঙ্গ করে এবং আমাদের কাছে হজযাত্রীরা অভিযোগ করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে সকালে ধর্ম উপদেষ্টা দিনাজপুরে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় পরিদর্শন করেন। পরে ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি।
এ সময় ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুর রাজ্জাক এবং ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের উপ-পরিচালক আলমগীর হায়দার উপস্থিত ছিলেন।