এর মধ্যে ৪৭৪ জনকে মহানগর পুলিশ এবং ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
Published : 05 Mar 2025, 09:19 PM
গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ ২৬ দিনে ৬১১ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ৪৭৪ জনকে মহানগর পুলিশ এবং ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
৮ ফেব্রুয়ারি অভিযান শুরুর পর মঙ্গলবার রাত পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়ে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ২৬ দিনে ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।”
জেলা পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক সাংবাদিকদের জানান, “মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের গ্রেপ্তার ১৬৭ জনের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।”
৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এতে কমপক্ষে ১৫ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে আবুল কাশেম নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ওই ঘটনার পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে যৌথ বাহিনী।