“ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং বাংলাদেশে ব্যাংকের অনুমতি সাপেক্ষে একই ইউনিয়নের বাবড়িঝাড় নামক স্থানে শাখাটি স্থানান্তর করা হয়েছে।”
Published : 26 Jan 2025, 08:39 PM
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নীলফামারীর যাদুরহাট শাখা স্থানান্তরের প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। শাখাটি দ্রুত পুনঃস্থাপনের দাবি জানান তারা।
রোববার দুপুরে জেলা সদরের চাপড়াসরমজানী ইউনিয়নের যাদুরহাট ঈদগাহ মাঠে এলাকাবাসীর ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোছাম্মৎ জাহানারা বেগম চৌধুরী বলেন, যাদুরহাট ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ এলাকা। হাটের আশপাশ এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। জেলা শহর থেকে দূরত্বের কারণে প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতের কাছে ব্যাকিং সুবিধা পৌঁছে দিতে ১৯৮৯ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একটি শাখা স্থাপন করে সে সময়ের সরকার। সেটিই ছিল এলাকার একমাত্র ব্যাংক। এরপর থেকে সুনামের সঙ্গে ব্যাংকটির কার্যক্রম চলে আসছিল।
“কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার এলাকার মানুষের সুবিধার কথা চিন্তা না করে ২০২৪ সালের ১ মার্চ সেখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে বাবড়িঝাড় নামক স্থানে শাখাটি স্থানান্তর করে। এলাকার মানুষ সেটির প্রতিবাদ জানালেও কোনো কাজে আসেনি। এমন হটকারী সিদ্ধান্তের ফলে কয়েক হাজার গ্রাহক ব্যাংকিং সুবিধাবঞ্চিত হয়ে পড়েছে।”
তিনি এলাকার মানুষের সুবিধার্থে যাদুরহাটে শাখাটি পুনরায় চালুর দাবি জানান।
শুরু থেকে মোছাম্মৎ জাহানারা বেগম চৌধুরীর পরিবারের একটি ভবনে ব্যাংকটির শাখা পরিচালিত হচ্ছিল।
এ বিষয়ে রাকাব যাদুরহাট শাখার ব্যবস্থাপক মাইদুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠাকালীন সময় থেকে একটি টিনসেড ঘরে ব্যাংকের কার্যক্রম চলে আসছিল। পরে অধিক নিরাপত্তার জন্য ছাদপেটা এবং দ্বিতল ঘরে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যংক। সে নির্দেশনা মোতাবেক ঘরের মালিককে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছিল ছাদপেটা বিল্ডিং করে দেওয়ার জন্য। কিন্তু তিনি সেটি করেননি।
“এরপর ওই এলাকায় চাহিদা মোতাবেক কোনো ভবন না পাওয়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বাংলাদেশে ব্যাংকের অনুমতি সাপেক্ষে একই ইউনিয়নের বাবড়িঝাড় নামক স্থানে শাখাটি স্থানান্তর করা হয়েছে।”