ফেনীতে ধর্ষণে যাবজ্জীবন দণ্ডিত, ২৩ বছর পর গ্রেপ্তার

মামলার পর থেকে আনিছ সৌদি আরবসহ কয়েকটি দেশে আত্মগোপনে ছিলেন বলে জানান ওসি।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2023, 05:14 PM
Updated : 15 May 2023, 05:14 PM

ফেনীর সোনাগাজীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ড পাওয়া এক আসামিকে ২৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার হয় বলে সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জানান।

গ্রেপ্তার আজিজুর রহমান ওরফে আনিছুল হক আনিছ (৪৫) ওই এলাকার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে ওসি খালেদ হোসেন বলেন, ২০০০ সালে আনিছসহ সাতজন মিলে এক নারীকে দলবেঁধে ধর্ষণ করেন। পরে ওই নারী বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।

“২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি ফেনীর একটি দায়রা আদালত আসামিদের অনুপস্থিতিকতে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

ওসি আরও বলেন, এর মধ্যে তিনজন আসামি দীর্ঘদিন কারাভোগের পর হাই কোর্ট থেকে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন। আর মামলার পর থেকে আনিছ পলাতক ছিলেন। তিনি সৌদি আরবসহ কয়েকটি দেশে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই মামলায় দণ্ডিত আরও তিন আসামি এখনও পলাতক রয়েছেন; তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।