আগৈলঝাড়ায় ভারসাম্যহীন এক নারী এবং উজিরপুরে এক শিশু মারা গেছে।
Published : 09 Apr 2024, 10:50 PM
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ‘মানসিক ভারসাম্যহীন’ এক নারী এবং উজিরপুরে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ও সকালে আলাদা স্থানে এই ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।
মৃতরা হলেন- আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের সনাতন বিশ্বাসের মেয়ে লক্ষ্মী বিশ্বাস (৫৫) এবং উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের স্বপন হাওলাদারের দুই বছর বয়সি ছেলে মো. ইসমাইল।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অংকুর কর্মকার জানান, মানসিক ভারসাম্যহীন লক্ষ্মী বিশ্বাস মৃগী রোগী ছিলেন। দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে পুকুরে গোসল করতে যান। এ সময় মৃগীতে আক্রান্ত হয়ে পানিতে ডুবে যায় তিনি।
পুকুরে ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয় বলে জানান তিনি।
অপরদিকে উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ জানান, ইসমাইল সকালে বাড়ির উঠানে খেলছিল। সবার অগোচরে সে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।
আশপাশে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পুকুরে তল্লাশির একপর্যায়ে ইসমাইলকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।