অটোরিকশার চালকসহ দুজন আহত হয়েছেন।
Published : 11 Jun 2024, 06:18 PM
চাঁদপুরের হাজীগঞ্জ বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও অটোরিকশার চালকসহ দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ গোগরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান।
ঘটনাস্থল থেকে সবুজ (২৫) নামে এক অটোরিকশা যাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। আহত চারজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল নারীসহ দুজনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষাণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আহত অটোরিকশা চালক আব্দুল আহাদসহ দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অটোরিকশা ও বালুবাহী ট্রাকটি দ্রুত গতিতে চলছিল। ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোর এক যাত্রী নিহত হন। বাহনটির বাকি চারজনকে দ্রুত চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হলে সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, একজনের মরদের হাজীগঞ্জ থানায়, আর নারীসহ দুজনের মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে। অটোরিকশা ও বালুবাহী ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক পলাতক। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দুর্ঘটনার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। এতে বিভিন্ন যানবাহনের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।