১৩ মার্চ সদর হাসপাতালের শিশু বিভাগে রোগী মৃত্যুর ঘটনায় ওই চিকিৎসককে কুড়িগ্রামে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
Published : 21 Mar 2024, 06:41 PM
দায়িত্বে অবহেলার অভিযোগে শরীয়তপুর সদর হাসপাতালের এক শিশু মৃত্যুর ঘটনায় এক চিকিৎসককে কুড়িগ্রামের রৌমারীতে বদলি করা হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. হারুন অর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে চিকিৎসক শরীফ উর রহমানকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয় বলে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান জানিয়েছেন।
১৩ মার্চ দুপুরে শরীয়তপুর পৌরসভার চরপালং গ্রামের রাজিব শেখ ও রুবিনা বেগম দম্পতি ঠান্ডা ও পেটে ব্যথা নিয়ে তাদের তিন মাস বয়সি সন্তান মুসাফিরকে শরীয়তপুর সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করান।
ওইদিন সন্ধ্যায় হঠাৎ মুসাফির বেশি অসুস্থ হয়ে পড়লে প্রথমে নার্স শিশুটিকে দেখে স্বজনদের চিকিৎসককে ডাকার পরামর্শ দেন। নার্সের পরামর্শ অনুযায়ী স্বজনরা চিকিৎসক শরীফ উর রহমানকে একাধিকবার ডাকলেও তিনি আসেননি।
রোগীর অবস্থা গুরুতর হলে নার্স প্রথমে ওয়ার্ড বয় ও আয়াকে চিকিৎসক ডাকতে পাঠান। এরপরও ওই চিকিৎসক না আসায় নার্স নিজে তাকে ডাকতে যান। কিন্তু শরীফ উর রহমান শিশুটির অক্সিজেন খুলে তার কাছে নিয়ে যেতে নার্সকে পরামর্শ দেন।
রোগীর অবস্থা গুরুতর হয়ে গেছে বলে নার্স অক্সিজেন খুলতে অপারগতা প্রকাশ করলেও চিকিৎসক শরীফ উর রহমান শিশুটিকে দেখতে যাননি। এরপর রাত ৯টার দিকে মারা যায় শিশু মুসাফির।
এ ঘটনায় ১৪ মার্চ শরীয়তপুর সদর হাসপাতালের গাইনি বিভাগের জ্যেষ্ঠ কনসালটেন্ট চিকিৎসক হোসনে আরাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়।
বৃহস্পতিবার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বলেন, “দায়িত্বে অবহেলার অভিযোগে শরীফ উর রহমানের বিরুদ্ধে গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।
“আপাতত তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। দু-এক দিনের মধ্যে হাসপাতাল থেকে শরীফ উর রহমানকে ছাড়পত্র দেওয়া হবে।”
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর শরীফ উর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান চিকিৎসক হাবিবুর রহমান।
আরও পড়ুন:
বারবার ডাকলেও আসেননি চিকিৎসক, শরীয়তপুর হাসপাতালে শিশুর মৃত্যু