পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Published : 13 Jun 2024, 02:28 PM
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে নারীসহ ইজিবাইকের দুই যাত্রীর মৃত্যু হয়েছে; এ সময় আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বাড়াই হাট এলাকায় এ ঘটনা ঘটে বলে ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
নিহতরা হলেন- পার্বতীপুর উপজেলার মদনপুর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৫০) ও ফুলবাড়ী উপজেলার সুজালপুর গ্রামের খাজের উদ্দিন মণ্ডলের ছেলে নজরুল ইসলাম (৪৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মোস্তাফিজুর বলেন, দিনাজপুর-ফুলবাড়ী সড়কের বাড়াই হাট এলাকায় দিনাজপুর অভিমুখী একটি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুই ইজিবাইকের যাত্রীর মৃত্যু হয়।
এ ছাড়া গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, এই ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর দেড়টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এদিকে একই সময় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সড়কে গরু বোঝাই ভটভটির সঙ্গে সংঘর্ষে ব্যাটারি চালিত ইজিবাইকের যাত্রীর মৃত্যু হয়েছে বলে ঘোড়াঘাট থানার ওসি আসাদ জানান।
নিহত আলতাফ হোসেনের (৪৩) বাড়ি হাকিমপুর উপজেলায়।
ওসি আসাদ বলেন, এই ঘটনায় ভটভটি জব্দ করা হয়েছে; তবে চালক পালিয়ে গেছে।