১০ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবিত ভাড়া কার্যকরের দাবি জানায় নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।
Published : 04 Sep 2024, 12:01 AM
ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী নন এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া ৫৫ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।
মঙ্গলবার বিকালে সদর উপজেলার চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।
আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এ ভাড়া কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন সংগঠনটির নেতারা।
সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, “শেখ হাসিনা ছিলেন পরিবহন মালিকবান্ধব। তিনি মালিকবিরোধী কোনো পদক্ষেপ নিতে পারতেন না। তার আত্মীয়-স্বজনরা পরিবহনের সঙ্গে যুক্ত থেকে মানুষদের জিম্মি করে রেখেছে।
“বারবার বলার পরও এ থেকে পরিত্রাণ পাওয়া যায়নি। আওয়ামী লীগ বিআরটিএর মাধ্যমে যে হিসাব উপস্থাপন করেছে, তা গণবিরোধী ও মালিকদের স্বার্থরক্ষার।”
পরিবহনকে যেহেতু এখন চাঁদা দিতে দিতে হয় না, সেহেতু ভাড়া কমানোর দাবি তোলেন রফিউর রাব্বি।
তিনি বলেন, “অগাস্টে টিআইবি এক সংবাদ সম্মেলনে বলেছিল, সরকার পরিবহন ভাড়া যেভাবে নির্ধারণ করে তা অবৈধ, বেআইনি। আমরা জেলা প্রশাসকের সঙ্গে বসেছিলাম, তারা ১৫ দিনের সময় চেয়েছিলেন।
“আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ভাড়া কমাতে হবে। ঢাকা-নারায়ণগঞ্জ পথে নন এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণ করতে হবে।”
সেইসঙ্গে শিক্ষার্থীদের জন্য বাসভাড়া অর্ধেক করার দাবি জানান রফিউর রাব্বি।
যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সদস্যসচিব ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় সমাবেশে নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, খেলাঘর আসরের সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাসদ নেতা আবু নাঈম খান এবং গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন বক্তব্য দেন।