ভোরে পূজা দিতে গেলে মন্দিরের গেট খোলা দেখতে পায় ভক্তরা।
Published : 13 Dec 2024, 05:26 PM
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কালী মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুর করে স্বর্ণালংকার ও দানবাক্স চুরি করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার রাতে সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ কেন্দ্রীয় মহা শ্মাশান কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে বলে মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার জানান।
তিনি বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মন্দিরে আরাধনা চলে। পরে মন্দিরের লোকজন বাড়ি চলে যায়। শুক্রবার ভোরে পূজা দিতে গেলে মন্দিরের গেট খোলা দেখতে পায় ভক্তরা।
“এ সময় মন্দিরের ভেতরের ঢুকে কালী, মহাদেব ও শীতলাসহ কয়েকটি প্রতিমা ভাঙা অবস্থায় পাওয়া যায়। মন্দিরের দানবাক্স ও প্রতিমার স্বর্ণালংকার চুরিও করে নিয়ে গেছে।”
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মন্দির কমিটি।
সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।