সজীব দুই বছর ধরে সিদ্ধিরগঞ্জের ওই ফ্ল্যাটে সহপাঠীর সঙ্গে সাবলেট হিসেবে ভাড়া থাকতেন।
Published : 11 Jun 2024, 10:16 PM
নারায়ণগঞ্জ মহানগরীর একটি বহুতল ভবনের ফ্ল্যাটের বারান্দা থেকে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকার দশতলা ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক।
১৮ বছরের সজীব চৌধুরী কক্সবাজার সদরের ব্যবসায়ী রুস্তম আলী চৌধুরীর ছেলে। নারায়ণগঞ্জ পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সজীব
দুই বছর ধরে সিদ্ধিরগঞ্জের ওই ফ্ল্যাটে সহপাঠীর সঙ্গে সাবলেট হিসেবে ভাড়া থাকতেন।
ওসি আবু বকর বলেন, “স্থানীয়রা ভবনের নীচ থেকে বারান্দায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।
ঘটনাস্থলে যাওয়া এসআই মো. মামুন জানান, “বারান্দার গ্রিলের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো ছিল৷ কলেজছাত্রের অপর রুমমেট সকালে তখন ঘুমে ছিলেন৷ সে কিছু টের পায়নি বলে জানায়৷”
ওসি আবু বকর বলেন, “নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।”
ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি৷