“পরে রাগারাগি করলে আমার স্ত্রী আমাকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখি আমার সন্তান মোহাম্মদ পড়ে আছে।”
Published : 13 Dec 2024, 03:28 PM
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় পারিবারিক কলহের জের ধরে শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ওই নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাসাইল থানার ওসি জালাল উদ্দিন।
এদিকে, পরিবার ও স্থানীয়দের কাছে হিরা আক্তার তার শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
নিহত ২ বছর বয়সী শিশুটি মোহাম্মদ আলী বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ার অটোরিকশা চালক ইব্রাহিম মিয়ার ছেলে। শিশুটির মা হিরা আক্তার (৩০), তিনি পাশের উপজেলা মির্জাপুরের আদাবাড়ী গ্রামের হারু মিয়ার মেয়ে।
প্রায় ১০ বছর আগে ইব্রাহিম মিয়া ও হিরা আক্তারের বিয়ে হয়। এর মধ্যে তাদের ঘরে দুইটি সন্তানের জন্ম হয়।
শিশুটির বাবা ইব্রাহিম মিয়া বলেন, “আমি অশিক্ষিত আর আমার স্ত্রী এইচএসসি পাশ। হিরার এর আগেও দুইটি বিয়ে হয়েছিল। আমার সঙ্গে বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে কলহ চলছিল। মাঝে মধ্যেই সে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যেতো “
“এর মধ্যে গতকাল (বৃহস্পতিবার) রাত সোয়া ৩টার দিকে আমাদের ছেলে মোহাম্মদকে কোলে নিয়ে আমার স্ত্রী বাইরে যায়। কিছুক্ষণ পর সে একাই ঘরে ফিরে আসে। এসময় ছেলের কথা জিজ্ঞাসা করলে সে জানায় ছেলে আছে।
“পরে রাগারাগি করলে আমার স্ত্রী আমাকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখি আমার সন্তান মোহাম্মদ পড়ে আছে।”
তিনি আরও জানান, আহত অবস্থায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে জানায় চিকিৎসক।
ওসি জালাল উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে এটা হত্যা মনে হচ্ছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা হিরা আক্তারকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”