কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা, কবির কবিতা থেকে পাঠের আয়োজন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Published : 01 Jan 2024, 10:20 PM
ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পল্লী কবি জসীম উদ্দীনের ১২১তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
সোমবার দিনের শুরুতে সকাল ৮টায় ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জন্ম জসীম উদ্দীনের।
কবর, নিমন্ত্রণসহ অনেক স্মরণীয় কবিতা, সোজন বাদিয়ার ঘাট, নক্সী কাঁথার মাঠের মত কালজয়ী কাব্যগ্রন্থ লিখে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তিনি।
১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে জসীম উদ্দীন ঢাকায় মৃত্যুবরণ করেন।
ওইদিনই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তার পৈত্রিক ভিটার ‘ডালিম গাছের’ তলে কবিকে সমাহিত হয়।
জন্মদিনে উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা জানান- জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি মো. কামরুল আহসান তালুকদার, জেলার পুলিশ সুপার মোর্শেদ আলমসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া দিনটি উপলক্ষে কবির প্রতিষ্ঠিত স্কুল আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি শোভাযাত্রা বের করে। এরপর তারা কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পরে কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা, কবির কবিতা থেকে পাঠের আয়োজন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে ‘জসীম ফাউন্ডেশন’।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
এতে বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলম, অধ্যাপক এমএ সামাদ, সাবেক অধ্যক্ষ মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজ, আমিনুর রহমান ফরিদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।