লালমনিরহাটের আদিতমারীর ওসি বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে পুলিশ তদন্ত করছে।
Published : 28 Dec 2023, 11:10 PM
ভোট বর্জন করে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে মেরে ফেলা হবে- এমন হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি করেছেন লালমনিরহাট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী।
লাঙ্গলের প্রার্থী দেলোয়ার হোসেন বৃহস্পতিবার জিডিটি করেন বলে আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী জানান।
জিডিতে বলা হয়েছে, ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে পাশের মসজিদে যাচ্ছিলেন তিনি। এ সময় পথের ধারে বাঁশঝাড়ে ওত পেতে থাকা মুখোশধারী তিন-চারজন তাকে থামিয়ে গলায় ছুরি ধরে নির্বাচন বর্জন করতে বলেন। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
“নির্বাচন বর্জন না করলে তাকে (দেলোয়ার) ও তার পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয়। তখন তিনি তাদের কথা মানবেন বলে জানান। এ সময় তাদের সামনে নির্বাচন বর্জন করবেন এমন শপথ করলে তাকে ছেড়ে দিয়ে মুখোশধারীরা দ্রুত চলে যায়।
জিডিতে আরও বলা হয়, পরে দেলোয়ারের চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও তারা কাউকেই দেখতে পাননি।
জাপার প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, “মুখোশ পরে থাকায় তাদের কাউকেই চিনতে পারিনি। জিডি করেছি, নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি।”
ওসি বলেন, “লাঙ্গলের প্রার্থীর জিডির ঘটনাটি গুরুত্ব সহকারে পুলিশ তদন্ত করছে।”
লালমনিরহাট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীসহ মোট সাতজন নির্বাচনে অংশ নিচ্ছেন।