Published : 06 Apr 2023, 11:23 PM
যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্টেশনে বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে বিদেশি মদসহ বিভিন্ন ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে জেলা টাস্কফোর্স।
বৃহস্পতিবার বেনাপোল শুল্কভবনের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ জানান, বন্ধন এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে বেনাপোল রেল স্টেশনে পৌঁছলে কাস্টমস, বিজিবি, থানা পুলিশ, রেল পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যের যৌথ অভিযান চালায়।
তিনি আরও বলেন, “ঈদকে সামনে রেখে একশ্রেণির লাগেজপার্টি রেলযাত্রীর ছদ্মবেশে ভারত থেকে অবৈধ পণ্য নিয়ে আসার খবর পেয়ে যৌথবাহিনী উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
“অভিযানে ১৩ বোতল বিদেশি মদ, শাড়ি, থ্রিপিস, তৈরি পোশাক, প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। যার বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল বলেন, “রেলে যাত্রীসেবা বাড়াতে ও চোরাচালানী প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
বহিরাগতদের রুখতে পরবর্তীতে অন্য ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলার এ কর্মকর্তা।