“আমরা সামান্য বেতন পাই, অথচ সেটাও সময়মত পাচ্ছি না।”
Published : 01 Dec 2024, 04:22 PM
পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে কর্মবিরতি পালন করেছেন বাগেরহাট পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।
রোববার সকাল ৯টায় পৌরসভার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে সামনে রেলরোড সড়কের দুপাশে বাঁশ দিয়ে আটকে দিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন।
এ সময় পৌরসভার কর্মকর্তা ও কর্মীরা কেউ অফিসে ঢুকতে পারেননি। পরে বাগেরহাট পৌরসভার প্রশাসক বেতন পরিশোধের আশ্বাস দিলে বেলা ১টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক ছাড়েন।
বাগেরহাট পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সুব্রত কুমার সমাদ্দার বলেন, বাগেরহাট পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। তাই তারা সকাল থেকে বিক্ষোভে নেমেছেন।
পরিচ্ছন্নতাকর্মীরা বলছেন, গত পাঁচ মাস ধরে বেতন বন্ধ থাকলেও নিয়মিত পৌরসভার বর্জ্য পরিষ্কারের কাজ করছেন তারা। বর্তমানে বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
বাগেরহাট পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী কাউয়ুম শেখ বলেন, “পরিচ্ছন্নতাকর্মীরা বেতন না পেয়েও কাজ করে যাচ্ছেন। আমরা সামান্য বেতন পাই, অথচ সেটাও সময়মত পাচ্ছি না। আজ না কাল দেবে বলে আমাদের ঘুরানো হচ্ছে। আমরা অনেক ধৈর্য ধরেছি আর না। বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।”
পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সুব্রত বলেন, “বাগেরহাট পৌরসভার সাবেক মেয়র খান হাবিবুর রহমান তার ‘ইচ্ছামতো’ পরিচ্ছন্নতাকর্মীদের নিয়োগ দিতেন। কর্মীদের বেতন প্রতিমাসে তিন থেকে পাঁচ হাজার টাকা। সম্প্রতি পৌরসভার প্রশাসক মো. ফকরুল হাসান পরিচ্ছন্নতাকর্মীদের তথ্য যাচাই-বাছাই করে ২২৭ জনকে বেতন পরিশোধ করতে সম্মত হয়েছেন।
“কিন্তু সদর উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জিব দাস নতুন যোগ দিয়েছেন। তিনি নতুন করে পরিচ্ছন্নতাকর্মীদের তথ্য আবার যাচাই বাছাই করবেন বলে জানিয়েছেন। এই নিয়ে জটিলতা শুরু হয়েছে।”
বাগেরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ফকরুল হাসানের কাছে মোবাইল ফোনে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বকেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।