পুলিশ জানায়, ৩১ মে রামকৃষ্ণদী বাজার মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি হয়।
Published : 03 Jun 2024, 07:39 PM
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ‘ক্রিকেট খেলাকে কেন্দ্র করে’ প্রতিপক্ষের চাপাতির আঘাতে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে এ ঘটনা ঘটে বলে সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. মোক্তার হোসেন জানান।
নিহত মো. হাশেম (৩৫) বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামের সুলতান মিয়ার ছেলে। হাশেম বাসাইল ইউপি চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম যুবরাজের ব্যক্তিগত গাড়ি চালক ।
পরিদর্শক মোক্তার বলেন, লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মনু বেপারীর ছেলে জাবেদ ওমরের সঙ্গে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজের জামাতা মো. জহিরুলের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
“এর মধ্যে ৩১ মে রামকৃষ্ণদী বাজার মাঠে ক্রিকেট খেলাকে নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়। সোমবার সকাল ১০টায় দুপক্ষের বিবাদ নিয়ে সালিশ করে মীমাংসা করা হয়।”
পুলিশের এই কর্মকর্তা বলেন, “কিন্তু বিকাল ৪টার দিকে জাবেদ ওমরের লোকজন জহিুরুলের লোকজনের ওপর হামলা করে। এ সময় জহিরুলে সমর্থক মো. হাশেমকে চাপাতি দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
লাশ থানায় রাখা হয়েছে; মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই পরিদর্শক।
ইউপি চেয়ারম্যান সাইফুল বলেন, “শুধু ক্রিকেট খেলা নিয়ে নয়; জাবেদ ওমর গেল ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোটে ফেল করেছেন। আমার মেয়ের জামাই জহিরুল তাকে সমর্থন না করায় আমার লোকজনের ওপর হামলা করেন তিনি।”