সিলেটের সাবেক এই মন্ত্রীকে দুটি হত্যা ও একটি মারামারির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
Published : 05 Feb 2025, 04:07 PM
হত্যা মামলাসহ আরও তিন মামলায় সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার সকালে সিলেটের অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তার জামিন আবেদন করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান কোর্ট পুলিশের পরিদর্শক মো. জমশেদ আলম।
তিনি বলেন, ইমরান আহমদকে সিলেট কোতোয়ালি থানার একটি হত্যা মামলা ও গোয়াইনঘাট উপজেলার একটি হত্যা ও মারামারির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলো হয়েছিল।
এ সময় আসামির পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। তবে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ৫ অগাস্ট সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এতে পঙ্কজ দেবনাথ নামের এক যুবক মারা যান।
এ ঘটনায় করা হত্যা মামলায় সাবেক মন্ত্রী ইমরান আহমদকে ৭ নম্বর আসামি করা হয়।
এদিকে ছাত্র-জনতার আন্দোলনের সময় গোয়াইনঘাট উপজেলার সোনারহাট বিজিবি ক্যাম্প এলাকায় সংঘর্ষে সুমন আহমদ নিহত হন।
এ ঘটনায় সুমনের বাবা আব্দুন নুর বিলাল বাদী হয়ে হত্যা মামলা করেন। যেখানে ইমরান আহমদকেও আসামি করা হয়। এ ছাড়া গোয়াইনঘাট থানায় মারামারির মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মন্ত্রীসভার সদস্য ও দলের অনেক নেতা আত্মগোপনে চলে যান। পরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হয়।
এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাতে রাজধানীর বনানী থেকে ইমরান আহমদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।