দুটি আসনে জাতীয় পার্টি ও দুটিতে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হয়।
Published : 08 Jan 2024, 11:24 AM
বাগেরহাটের চার আসনেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
এর মধ্যে দুটি আসনে জাতীয় পার্টি ও দুটিতে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হয়। তবে ভোটের ব্যবধান অনেক।
রোববার রাত সাড়ে ১১টায় বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট এবং চিতলমারী) আসনে নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দীন পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৯৩৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুজ্জামান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২১০ ভোট।
বাগেরহাট-২ (সদর এবং কচুয়া) আসনে নৌকার প্রার্থী শেখ তন্ময় পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৩১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গলের হাজরা শহীদুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১৭৪ ভোট।
বাগেহাট-৩ (রামপাল এবং মোংলা) আসনে নৌকার প্রার্থী হাবিবুন নাহার পেয়েছেন ৮৪ হাজার ৩৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. ইদ্রিস আলী ইজারাদার পেয়েছেন ৫৮ হাজার ৪৬৮ ভোট।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ এবং শরণখোলা) আসনে নৌকার প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন পেয়েছেন ৫ হাজার ৩৭৬ ভোট।
রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন আরও জানান, বাগেরহাটের চারটি আসনে ভোটের হার ৬০ দশমিক ৯৩ শতাংশ।