“দীর্ঘদিন ধরে একটি মহল আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে; হতে পারে তার অংশ হিসেবে এই চিঠি আমাকে পাঠানো হয়েছে।”
Published : 17 Apr 2023, 09:49 PM
অর্থ পাচার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিষয়ে বক্তব্য শুনতে ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথুকে ঢাকায় ডেকেছে দুদক।
সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকার প্রধান কার্যালয়ের সহকারী কমিশনার মাহবুবুল আলমে স্বাক্ষরিত একটি চিঠিতে তাকে কমিশনে ডাকা হয়।
মেথুকে দেওয়া চিঠিতে বলা হয়, দুনীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২২ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ৮ বিধিমতে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন।
চিঠিতে আগামী ৩ মে সকাল ১০টায় চিঠি স্বাক্ষরকারীত দপ্তরে হাজির হতে অনুরোধ করা হয়।
নির্ধারিত সময়ে হাজির হতে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগের বিষয়ে তার (মেথু) কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে বলে চিঠিতে বলা হয়।
ফরিদপুর পৌর আওয়ামী লীগের সদস্য শেখ মাহতাব আলী মেথু এই পৌরসভার সাবেক মেয়র ছিলেন। তিনি দীর্ঘ সময় চেয়ারম্যান এবং মেয়রের দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে জেলা দুদকের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, “বিষয়টি আমাদের ঢাকা অফিস দেখছে। এই ফাইলটি ঢাকা দুদক কার্যালয় একজন তদন্ত কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। তিনি কোনো সহযোগিতা চাইলে আমরা অবশ্যই তা করব।”
দুদকের তলবে প্রসঙ্গের শেখ মাহতাব আলী মেথু বলেন, “দুদকের কোনো চিঠি এখন পর্যন্ত আমি পাইনি। তবে ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি যেকোনো তথ্য দিতে এবং পরিবেশ ফেইস করতে।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরেই একটি মহল আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। হতে পারে তার অংশ হিসেবে এই চিঠি আমাকে পাঠানো হয়েছে।”