এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানায় পুলিশ।
Published : 15 Jun 2024, 02:43 PM
ময়মনসিংহের ভালুকা উপজেলায় কভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার চালকসহ দুইজনের প্রাণ গেছে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কে উপজেলার ভরাডোবার ক্লাবের বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. শফিকুল ইসলাম।
নিহত অটোরিকশা চালক আব্দুল হালিম (৪০) ত্রিশাল উপজেলার আমির উদ্দিনের ছেলে। তবে তাৎক্ষণিক অপর নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
ওসি শফিকুল ইসলাম বলেন, মহাসড়কের ওই স্থানে ঢাকার পথে বাম লেনের কাজ চলছে। এ কারণে সড়কের ডান লেন ধরে দুই লাইনের গাড়ি চলাচল করছিল।
“সকাল সাড়ে ৬টার দিকে ঢাকামুখী একটি অটোরিকশা ঘটনাস্থল পার হয়ে তার লেনে যেতে চাইলে ময়মনসিংহগামী একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে কভার্ড ভ্যানটি উল্টে অটোরিকশার উপরে পড়লে ঘটনাস্থলেই চালকসহ দুইজন মারা যান। তাৎক্ষণিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে কর্ভাড ভ্যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি শফিকুল।
তিনি বলেন, দুর্ঘটনার কারণে সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনা কবলিত কভার্ড ভ্যান ও অটোরিকশাটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।