পুলিশ জানায়, এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Published : 13 Feb 2025, 06:01 PM
কুড়িগ্রাম-৪ আসনের (চিলমারী-রৌমারী-রাজিবপুর) সাবেক সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় আহত উপজেলার রমনা মডেল ইউনিয়নের মুদাফৎ থানা এলাকার সাহেব আলী (১৯) বুধবার মামলাটি করেছেন।
“এ মামলায় সাবেক এমপি বিপ্লবসহ ৫০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।”
মামলার বরাতে মুশাহেদ বলেন, গত বছরের ২ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় সে সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছিলেন।
তিনি বলেন, এ মামলায় বৃহস্পতিবার ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রমনা মডেল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর-ই-এলাহী তুহিন (৪০), সাগর মিয়া (২৬) ও জাফিউল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।