আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা ও দুই চেয়ারম্যানের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
Published : 20 Jan 2025, 07:55 PM
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেত্রী মতি শিউলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অপরদিকে নাশকতার মামলায় রাজারহাট উপজেলায় চাকিরপশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার ও সোমবার তাদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
গ্রেপ্তার আব্দুস সালাম (৩৯) উপজেলায় চাকিরপশা ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা। অপর গ্রেপ্তার তাইজুল ইসলাম একই উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
এ ছাড়া উলিপুর থেকে গ্রেপ্তার মতি শিউলী কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য এবং উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান, সোমবার দুপুরে উপজেলার মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ গেইটের সামনে থেকে মতি শিউলীকে গ্রেপ্তার করা হয়।
কোটা সংস্কার আন্দোলনের সময় ১৮ জুলাই দুপুরে মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ২১ নভেম্বর শিক্ষার্থী মোসাব্বির হোসেন ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৮০ জনকে আসামি করে থানায় মামলা করেন। এ মামলার মতি শিউলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মতি শিউলীকে সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি জিল্লুর রহমান।
এদিকে রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, দুপুরে রাজারহাট বাজার থেকে চাকিরপশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে রোববার বিকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি বলেন, সরকার উৎখাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা এবং নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকালে দুজনকে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।