আবহাওয়া অনুকূলে আসায় মঙ্গলবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
Published : 28 May 2024, 02:45 PM
টানা ৩৬ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরি আবহাওয়া ও বৃষ্টির কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে রোববার রাত সাড়ে ৮টা থেকে এই দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের বিআইডব্লিউটিসি এর আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, আবহাওয়া অনুকূলে আসায় মঙ্গলবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
তিনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলছে। তবে দীর্ঘসময় ফেরি বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।