Published : 07 Nov 2024, 07:48 PM
যুক্তরাষ্ট্রের নির্বাচনে জর্জিয়া স্টেট সেনেটে কিশোরগঞ্জের শেখ মোজাহিদুর রহমান চন্দন পুনরায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৫ আসনে বিজয়ী হন তিনি।
তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজের চেয়ে ৭০ শতাংশ বেশি ভোট পেয়েছেন। এর আগে একই নির্বাচনি এলাকা থেকে আরও তিনবার সেনেটর নির্বাচিত হন মোজাহিদুর।
তার বিজয়ের খবরে জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুরের মানুষের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে।
১৯৫৫ সালে কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচরে শেখ মোজাহিদুর রহমান চন্দনের জন্ম। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমান এবং মা সৈয়দা হাজেরা খাতুনের চতুর্থ সন্তান।
মোজাহিদুরের ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, “আমার বড় ভাইয়ের বিজয়ে ব্যক্তিগতভাবে আমি, আমার মা, পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকার সবাই আনন্দিত। এটা দেশের মানুষের জন্যই সম্মানজনক।
“আমার মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনিও ছেলের জয়ে অত্যন্ত আনন্দিত এবং সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছেন।”
মুজিবুর জানান, এক ছেলে ও এক মেয়ের জনক ৬৩ বছর বয়সী মোজাহিদুর ১৯৮১ সালে উচ্চ শিক্ষার্থে মার্কিন যুক্তরাষ্ট্র যান। জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনেই চন্দন ডেমোক্রেটিক পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি ওই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন।
এদিকে মোজাহিদুর টানা চতুর্থবারের মত নির্বাচিত হয়ে ভোটারসহ প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে তার ভাই জানিয়েছেন।
তিনি বলেন, “আমার ভাই সকলের ভালোবাসা ও সহযোগিতায় বিজয়ী হয়েছেন। এমন নিঃশর্ত ভালোবাসা ও সমর্থনে আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।”