ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
Published : 10 Nov 2024, 11:56 PM
‘আধিপত্য বিস্তারের জেরে’ কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে একজন যুবক নিহত হয়েছেন।
রোববার বিকাল ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
নিহত মোহাম্মদ জোবায়ের (২৮) ওই ক্যাম্পের মোহাম্মদ আমিনের ছেলে।
মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিকালে জোবায়ের ক্যাম্পে বাসার পাশে স্থানীয় কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল লোক তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে জোবায়ের গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন।
আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় বলে জানান তিনি।
পরে স্থানীয়রা জোবায়েরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ওসি বলেন, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক বেশ কিছু ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আশপাশের পাহাড়ে অবস্থান করে। ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়েছে।”
তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানতে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।