ওসি নুরুন্নবী ইসলাম জানান, এরই মধ্যে থানায় ৮-১০টি জিডি করা হয়েছে।
Published : 18 Jan 2025, 09:48 PM
লালমনিরহাটে ওয়াজ মাহফিলে মোবাইল ফোন ও সোনার গহনা চুরির অভিযোগে ২১ নারীসহ ২২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে শহরের রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠের ওয়াজ মাহফিল থেকে তাদের আটক করা হয় বলে লালমনিরহাট সদর থানার ওসি নুরুন্নবী ইসলাম জানান।
তাৎক্ষণিকভাবে আটক নারীদের নাম জানাতে পারেনি পুলিশ।
ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমাতে শুরু করেন। শনিবারের মাহফিলের মূল বক্তা ছিলেন মিজানুর রহমান আজহারী। সেখানে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারাও বক্তব্য দেন।
মাহফিলের খবর সংগ্রহ করতে গিয়ে নিজের মোবাইল ফোন হারিয়েছেন স্থানীয় সাংবাদিক আমিনুল ইসলাম রকি। তিনি বলছিলেন, “কাজের মধ্যে বুঝতেই পারিনি, কখন মোবাইলটা হাওয়া হয়ে গেছে!”
মরিয়ম বেগম নামের এক নারী অভিযোগ করেন, “মাহফিলে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকায় চোরেরা সহজেই সুযোগ পেয়েছে।”
মাহফিলের আয়োজক কমিটির কো-অর্ডিনেটর রায়হান রাজিব বলেন, “আমরা চেষ্টা করেছি সুষ্ঠু আয়োজন করতে, তবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।”
লালমনিরহাট সদর থানার ওসি নুরুন্নবী ইসলাম জানান, এরই মধ্যে থানায় ৮-১০টি জিডি করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। রোববার তাদের আদালতে পাঠানো হবে।
মাহফিল শেষে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু
লালমনিরহাট সদরে মিজানুর রহমান আজহারীর মাহফিল শেষে ট্রেনে ফেরার পথে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার হাজরানীয়ায় এ ঘটনা ঘটে বলে জানান লালমনিরহাট রেলওয়ে থানার ওসি মামুন হাসান।
নিহত রাজ উপজেলার মদাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মুশরত মদাতি গ্রামের মহুবর রহমানের ছেলে। সে পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, অনেকে ভিড়ের কারণে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন অনেকে। মাহফিল শেষে রাজ দিনাজপুরের বিরল থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ডাউন ৭১ ট্রেনের ছাদে করে বাড়ি ফিরছিল। পথে মানুষের চাপে রাজ ছাদ থেকে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ওসি মামুন বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা ফিরলে ঘটনার বিস্তারিত জানা যাবে।