মঙ্গলবার ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়।
Published : 10 Dec 2024, 10:30 AM
ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল সোয়া ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন।
সকাল সোয়া ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ভোগান্তিতে পড়েন পরিবহন চালক ও যাত্রীরা।
সালাহউদ্দিন জানান, মধ্যরাত থেকেই কুয়াশা পড়তে থাকে। সকাল সোয়া ৬টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।