প্রত্যক্ষদর্শীরা বলেন, একজন সমর্থকের শরীরে গুলি লাগে; পদদলিত হয়ে আহত হন আরও দুজন।
Published : 30 May 2024, 12:02 AM
সিলেটের বালাগঞ্জ উপজেলার একটি কেন্দ্রে ফলাফলের অপেক্ষায় থাকা দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ চারটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার সন্ধ্যায় উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের মাকশি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নির্বাচনে আনারস প্রতীকে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া এবং কাপ-পিরিচ প্রতীকে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর।
ওই কেন্দ্রে সন্ধ্যায় দুপক্ষের সমর্থকরা ফলাফলের অপেক্ষায় থাকার এক পর্যায়ে মধ্যে সংঘর্ষে জড়ান। পরে পুলিশ গিয়ে চারটি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একজন সমর্থকের শরীরে গুলি লাগে। পদদলিত হয়ে আহত হন আরও দুজন।
যদিও বালাগঞ্জ থানায় ওসি বদিউজ্জামানের দাবি, কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে বের হওয়ার সময় প্রার্থীর সমর্থকরা পুলিশের ওপর হামলা চালানের চেষ্টা করে। এ সময় পুলিশ চারটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে; পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।