তিন ভাটা মালিককে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Published : 14 Feb 2025, 09:49 PM
নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবৈধ তিনটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তিন ভাটা মালিককে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া এবং নিয়ম অমান্য করে তিনটি ইটভাটা কার্যক্রম চালিয়ে আসছে। এ ছাড়া এসব ভাটায় কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণ করা হয়। পরে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভাটা তিনটিতে অভিযান পরিচালনা করে।
এ সময় মেসার্স এসআরপি ব্রিকসের মালিক তানবীরকে ৫০ হাজার টাকা, আরএনবি ব্রিকসের মালিক বাবু মিয়াকে ৫০ হাজার টাকা এবং এডিএল ব্রিকসের মালিক দুলাল মাস্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মং এছেন।
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, সরকারি নিয়ম অমান্য করে কাঠ পুড়ে পরিবেশ দূষণের দায়ে ভাটা মালিকদের জরিমানা হয়। এ অভিযান চলমান থাকবে।