শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আব্দুস সোবহান জানান।
Published : 12 Jan 2025, 06:55 PM
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হট্টগোল হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি।
রোববার দুপুরে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে এ ঘটনা ঘটে বলে পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একপক্ষ পুরাতন বাসস্ট্যান্ড থেকে লিফলেট বিতরণ শুরু করে শহরে আসে। আরেকপক্ষ শহরের শহীদ মিনার চত্বর থেকে লিফটে বিতরণ শুরু করে গোপালকৃষ্ণ টাউন ক্লাবের সামনে আসে।
লিফলেট বিতরণ শেষে দুপক্ষ টাউন ক্লাব মাঠে একত্রিত হয়। এ সময় তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে ধাক্কাধাক্কি শুরু হয়। খবর পেয় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একপক্ষের নেতৃত্বে থাকা জাতীয় নাগরিক কমিটি পিরোজপুর সদর উপজেলার প্রতিনিধি মো. মুসাব্বির মাহমুদ সানি দাবি করেন, “জেলার সব উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমার সঙ্গেই আছে। আমাদের অন্য কোনো গ্রুপ নেই। আমরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করি এবং স্লোগান দিয়ে মাঠে ঢুকে অবস্থান নেই।
“এ সময় আওয়ামী লীগের ও স্থানীয় দুই নেতার লোকজন আমাদের উপর চড়াও হয়।”
অন্যপক্ষের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুরের ছাত্র প্রতিনিধি মুইন উদ্দিন বলেন, “ছাত্রলীগ নেতা মুসাব্বির মাহমুদ সানি শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন না। আন্দোলনের শেষে তারা যোগ দিয়ে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এরপর সে আমাদের ছাড়া জাতীয় নাগরিক কমিটি নিয়ে আসে এবং আজ আমাদের ওপর হামলা চালায়।
“আমরা যারা শুরু থেকে ছাত্র আন্দোলন করছি তাদেরকে নাগরিক কমিটিতে না রেখেই তারা নিজেরা মিলে এ কমিটি ঘোষণা করেছে।”
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বলেন, “লিফলেট বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের কথা কাটাকাটির ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।”