উদ্ধার পণ্যের মধ্যে শাড়ি, শীতের কম্বল, চিনি, শুটকি, গরুর মাংস, সাবান রয়েছে।
Published : 22 Nov 2024, 10:19 PM
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি।
এছাড়া কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানের সময় বিদেশি পিস্তল ও মাদকসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালায় বিজিবি।
এ সময় শাড়ি, শীতের কম্বল, চিনি, শুটকি, চকলেট, বিস্কুট, গরুর মাংস, সাবান, মদ, রসুন, শিং মাছ এবং পাথর উত্তোলনকারী নৌকাসহ বিভিন্ন ভারতীয় পণ্য আটক করা হয়।
এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২১ লাখ ৬৩ হাজার ৭৭০ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর বলেন,“সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।
“এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালান মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
এদিকে বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জের উপজেলার গৌখালেরপাড় গ্রামে মাদকবিরোধী অভিযানের সময় বিদেশী পিস্তল, মাদক ও নগদ অর্থসহ এক নারীকে গ্রেপ্তার করা হয় বলে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান।
গ্রেপ্তার হোছনা বেগম (৪৫) গৌখালেরপাড় গ্রামের কাছাব আলীর স্ত্রী।
ওসি বলেন, “কাছাব আলীর ঘর থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ কেজি গাঁজা ও নগদ ৮ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় হোছনা বেগমসহ তিনজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।
“শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’’