“ঋণ করে ভুট্টার আবাদ করেছিলাম। প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
Published : 13 Dec 2024, 06:07 PM
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে এক কৃষকের ১২ বিঘা জমির ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
শুক্রবার তাড়াশ থানার ওসি আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক মো. আবু সাঈম উদ্দিন।
লিখিত অভিযোগে বলা হয়, হামকুরিয়া খাঁনপাড়া গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আবু সাঈম উদ্দিন ওয়ারিশ সূত্রে পাওয়া ১২ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে ফসল আবাদ করে আসছেন। পূর্ব শত্রুতার জেরে সম্প্রতি একই গ্রামের মো. আলাউদ্দিন ও মো. নবিরুদ্দিনসহ আরও কয়েকজন জমি দখলের চেষ্টা করে। তারা সাঈমকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দিয়ে আসছিল। এ বিরোধেরে জেরে ১২ বিঘা জমিতে আবাদ করা ৪০ দিনের ভুট্টার গাছ কেটে ফেলা হয়েছে।
কৃষক আবু সাঈম বলেন, “ঋণ করে ১২ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছিলাম। গাছগুলো কেটে ফেলার কারণে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। আমি ন্যায় বিচার চাই।”
অভিযোগের বিষয়ে জানতে আলাউদ্দিন ও নবিরুদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ওসি আসলাম বলেন, “পুলিশের একটি টিম ঘটনাস্থল করেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”